শহরের মাঝে শহুরে আওয়াজ,
ভুলে গেছি যেন___ প্রকৃতিতে যা ছিল মোদের কাজ;
মিশে গেছে হাওয়ার সাথে,
ছিলো যতো বেঁচে থাকার লাজ।
শহুরে হাওয়ায়, শহুরে বাসায়,
ইট পাথরের ভীরে খুঁজে ফিরি
সবুজ পরিবেশের সাজ;
না পেয়ে দেখা, স্বপ্ন হয় মাখা,
চালিত হই, চলে – অন্যের গড়া রাজ।
শহরের সব সাধ মেটাতে গিয়ে,
ভুলে গেছি, আমরা যে মানুষ___ আজ;
মানুষের মন বড্ড ছটফটা –
একই স্থানে, একই কাজে,
বসে না কোথাও টানা, কোন সন্ধ্যা-সাঁঝ।
জোর জবরদস্তি করে করে আমরা মানুষ,
হয়ে গেছি যেন___ অনুভূতিহীন,
কলকব্জি বিহীন এক একটি ফানুশ।
মনের বিরুদ্ধে থেকে থেকে, বে-ঠিক সবই
ঠিক লাগে যেন, প্রতিনিয়ত ও প্রত্যূষ।।