স্বপ্ন যেন অনেক দেখেছি:
হাতটি ধরে হাঁটবো
তোমার সাথে সারাবেলা,
ঘুরবো দু'জনে মিলে উদ্দেশ্যহীন।।
যখন দেখি বাস্তবতা;
বেকার এক যুবক আমি!
কী করে বলো তোমায় বলতে পারি,
"সারা জনম থাকবো পাশে,
হাতটি বাড়িয়ে দিবে কী?"
ভেবে ভেবে যায় দিন হারিয়ে,
অকর্মণ্য আমি পথে রই দাঁড়িয়ে,
তোমার ছায়াকে সংগী পেলে
বহুদূর আমি যাবো পেরিয়ে।।
হঠাৎ যদি দেখি তোমায়:
আমার দু'চোখ এড়িয়ে,
এক পা, দুই পা করে
নিঃশব্দে যাচ্ছো পথে হেটে এগিয়ে,
হাতটি তোমার ছুঁয়ে যেন আছো
ভীনগ্রহের কোন এক প্রাণীর বিহনে।।
কেনো আজ আমি হয়ে বেকার?
পরাজয় তাই আমার ভালোবাসার!
কেমন করে কাটবে ভাবি
তোমায় দেখে অন্য হাতে???