বিশ্ব-ভ্রম্যান্ড বিরাট ও প্রকান্ড,
তন্ত্র-মন্ত্র, সবই এখানে খন্ড খন্ড;
প্রসিদ্ধ, নিষিদ্ধ, সবই এক প্রকার ভন্ড,
হিমসিম ভাব, হুড়োহুড়ি বাঁক, মিশ্রিত দায়ে দন্ড।।
গৃহীত ঘুমে, মোহিত হাসিতে, ধূলিতে মাখিতে
বিসৃত মৃদু মায়াময় আঁখিতে,
চুম্বন সব চুম্বকের আঁকারে ধারণ করতে,
উদিত উষ্ণতার ছাপ দেহে হবে আঁকতে।।
উর্বশী মহীয়সী, আলোর দীঘল প্রত্যাশী
নীলাম্বর মুখোরিত আঁখি রাঙানো, আকাশী।
বিচকিত সম্ভ্রম নীলিমায় ভাসি,
প্রহরে,শহরে, কেউ যে নেই আর বিশ্বাসী,
তবুও তারা বাস করে, একে অন্যের পাশাপাশি।।