হারাবো বলেই চলছি ছুটে
অচেনা কোন রাজ্যে,
ভালোবাসা যেনো হয়ে বাঁধা
থমকে দাঁড়ায় আমার মাঝে।।
গল্পগুলোকে গুছিয়ে নিয়ে
ছুটছি যেনো উদ্দেশ্যহীন
কতো স্বপ্ন মনে মনে আঁকা!
ছুঁতে চেয়েও, বাস্তব আমার
রয়েই যায় অমলিন।।
হেঁটে হেঁটে মেঠো পথে
দিবো পাড়ি সুদূর রথে।
থামতে থামতে কল্পনার দুয়ারে,
হারাবো পথ শুণ্য নদীর তীরে।।
যাত্রা আমার আকাশে বাতাসে
মিলে মিশে দীর্ঘ প্রয়াসে,
চুকিয়ে দিয়ে সব, গৃহীত ঋণ,
হারিয়ে যাচ্ছে আজ উদ্দেশ্যহীন
হয়ে আজ যেনো উপায়হীন।।