আমি জানি, কেউ আমার পিছু নিয়ে
ঘুরে বেড়াচ্ছে আমার আশেপাশেই,
নিজেকে ঢেকে ধূসর ছাই মাখিয়ে,
চায় যেনো, আমি যাই এগিয়ে;
চলি তাদের বিদ্রুপ কথার ভয়ে,
নইলে নাকি যেতে হবে আমায় , ক্ষয়ে ক্ষয়ে।
আমি হেসে যাই দেখে মানব ছায়া, গায়ে না লাগিয়ে
চুপ করে যাই অপেক্ষায় বসে সয়ে।।
যে আমার পিছু আছে ভেবে, করবে বশ
যতোই আছে কৌশলে আঁকা ধস।
আমি যে গ্রীক দেবতার কনিষ্ঠ দুষ্ট পুত্র, লুকানো সব যশ,
হেসে উড়িয়ে নিজেদের মাঝে দেখাও যতোই রস,
বিধাতা যদি দেখে কষ্টে আমায়, তবে তুমি হবে অবশ
প্রকৃতিরই কোন ছলে, উড়ে যাবে তখন তোমার সব সাহস।।
মন চাইলে, এখনই তুমি করতে আসতে পারো আমার ক্ষতি,
নিজেই এসে দেখো আমার কথার, আছে কতটুকু উন্নতি?
বিশ্বাস অটুট রয়েছে আমার, প্রত্যেকটি সৃষ্টির প্রতি,
আজ থেকে বিধাতার কু-নজরে থাকবে, হারাবে পথের গতি,
নিজের ঘরে নিজেই হারাবে, জীবনের সব উৎপত্তি।।
বলছি আমি… মানুষরূপী এক চোর তুমি,
চুরি করে ঘুরে বেড়াও স্রষ্টার গড়া ভূমি,
ভুল করেছো পিছু নিয়ে, শূন্য হবে তোমার জমি।
ফিসফিস না করে, করেই দেখো প্রমাণ যা বলেছি আমি,
নইতো পিছু হটতে আমি অগ্রগামী,
বরাদ্দ সময় করতে আমার ধ্বংস, দিন যতো আছে সব আগামী।
চোর যদি নাই তুমি হতে, করতে না চুরি অন্যের
বেরিয়ে আসা মুখ হতে বমি;
বুঝে নিও তুমি, আমি অন্তর্যামী।।
আবারও দিলাম মনে করিয়ে….
তুচ্ছ হয়তো তোমার কাছে আমি,
যতোই এখন ভেবে যাও তুমি;
ভাবতেই যদি…. লুকিয়ে পিছু ঘুরে ঘুরে বিস্তার জমি,
বুঝিয়েছ তুমি, নও যে কুকুর থেকেও দামী।
যতোই পেটাও ঢোল, হয়ে সংগ্রামী,
আজ হতে ততোই তুমি, নিজেই দেখাবে নিজের ভন্ডামী,
ঘুচবে সব ইতরের আক্কেল; তুমি বিপথগামী।।