“তৃষা” – নামের একটি মেয়ে,
হৃদয় তার ভরা যেন,
শুধু ভালোবাসা দিয়ে।
কবে সে করবে বিয়ে??
- ভেবে ভেবে তার দিন, যায় যে পেরিয়ে...
কি লাভ তবে ভয় পেয়ে?
মন থেকে মনে, ভালোবাসা –
যায় যে সে শুধু দিয়ে;
অনুভবে তার শিহরণ তোলে জাগিয়ে,
তবুও সে চুপটি করে,
পেতে চায় অনুভূতি, একটু দেখতে ছুঁয়ে।।