আমি রাত প্রহরী হতে চাই না,
নৈশ্য রাজ্যের রাজা হতে চাই।
ভালোবাসার জন্য পাগল হয়ে নয়,
প্রেম দিয়ে করবো আমি ভালোবাসাকে জয়!
স্বপ্ন, শুধু শুধুই তোমাকে দেখাবো না;
বাস্তবে করবো আমি এই জয়ের প্রলয়।।
পৃথিবীর সব মানুষগুলো কেন
অন্য মানুষকে ভয় দেখিয়ে যায়?
অকারণে মূর্ছনায় থেকে কেন তবে
শান্তি খুঁজতে চায়?
পরাধীন হয়ে কেন থাকবো মোরা,
মানবের গড়া মৃত্তিকার এই স্বাধীনতায়??
দিনের আলোয় কতো মুখোশ
পড়ে মানুষ বেড়ায় ঘুরে;
শোষণ করে বেঁচে থাকে
হানাহানির জোরে।
অত্যাচারে ক্ষিপ্ত তখন হয় পিতা,
ঘটায় প্রলয় আর দুর্যোগ বৃথা ;
তারপর...
অবশেষে শুরু হয় –
“মনুষ্যত্বের প্রথা” ।।