রাজকন্যা...
এখনো যে তোর চোখের হাসিতেই
আমি আছি ডুবে।।

রোমষ তোর সেই মায়াবী চাহনিতেই যে
আটকে আছে আমার মনটা,
ব্যাকুল তোর চোখের ভাষা,
তবুও; বাধিনি বুকে, তোর জন্য প্রত্যাশা।।

আড়চোখে তোকে দেখি
সুযোগ বুঝে, রাখতে তোকে অজান্তে;
তোকে ভাবি, তুই চলে গেলে,
একা একাই, তোর স্পর্শের অতলে।।