অবাক হয়ে না দেখার ভান করছিলাম,
কিন্তু; দেখেই ফেলেছিলাম
তোমার হেঁটে চলে যাওয়া আর
আড়চোখে আমায় দেখা।
সদর দরজায় মিলিয়ে গিয়েও
হঠাৎ আবার থমকে গিয়ে
এই শেষ আর প্রথম – বলে তোর চাহনি।।
বিধাতার আশ্চর্য আয়োজনে তখন
আমি হয়েছি মুগ্ধ, প্রাণবন্ত।
হয়তো এই একটি ঝলকের জন্যেই
অবিরাম বৃষ্টি সারা বিকেল!
নইলে হয়তো আরো আগেই
বিদায় নিতে তুমি,
বৃষ্টি তোমায় আটকে রেখেছিল
শোনাতে আমায় তোমার
একটু পদধ্বনির আওয়াজ, নিঃশব্দ ভেঙে তখনই।।