ভাবলাম না আমি আর তোকে,
তুই থাক তোরই মতন
আনন্দে ও সুখে।।
মরবো না আমি ধুঁকে ধুঁকে,
রাখবো না আর
তোকে চোখে চোখে।।
নেই কোন মায়া তোর বুকে,
আছে ফুটে শুধু কথা,
চোখে আর মুখে।।
আদর সোহাগ ভুলে ভুলে, শখে;
দিবো না তোকে,
এসেছি সব তুলে রেখে।
বরাদ্দ হবে শুধুই সেখানে,
এই মন আমার দিবো যাকে।।