আমার মনের রাজকন্যা – মায়াবী;
হৃদয়ের গভীরে তোকে নিয়েই যে শুধু
এঁকেই চলেছি একে একে, কতো ছবি!
একা একাই শুয়ে বসে আমি আঁকি,
এঁকে এঁকে রঙ নিয়ে বসি, তারপর ভাবি....
কোন সে রঙ দিয়ে রাঙালে পরে –
তুই শুধুই আমার হবি?
তোর দেখা নাই. . .
দিন যায়, রাত যায়, আর এভাবেই –
সপ্তাহ, মাস আর বছর যায় কেটে!
কি আমি করলে বল,
তুই আমার হয়েই রবি?
না জেনে, না শুনে, নিজের অজান্তেই
আমি আজ হয়ে যেন গেছি এক কবি,
কবিতায় কবিতায় রাত কাটাই, ভেবে –
তোকে যদি ভাবনায় না রাখি,
তবে, মন থেকেই হয়তো কোনদিন উধাও হয়ে যাবি!
ভাবনার ঘোরে তোকে নিয়ে
যাই যে চলে অজানা কোন স্বপ্নের সব দেশে,
তবুও, আমার নেই যে কোন দাবী;
দাবী করলে শেষে, অন্য কোথাও
তুই যে আমায় ফেলে হারাবি।
তোর বলা শেষ কথাটাও সত্যি, জানিস?
আসলেই আমি বুড়ো হয়ে গেছি. . .
চিন্তায়, ভাবনায়, যোগ্যতায়,
সব দিক থেকেই আমি এখন, এক বুড়ো মানব;
যদিও হয়তো, কেউ কেউ ডাকতো বলে দানব,
আর তাই আজ নিজেই – ফেলেছি
হারিয়ে নিজেরই অবয়ব।
জানিস, তোকে কেন ভাবি??
তোকে ভাবার কোন কারণ’ই আজও অব্দি
আমি খুঁজে পাইনি,
তাই শুধু ভেবেই যাচ্ছি আর গিয়েছি,
ভাবনারা আমার তবুও যে ক্লান্ত হয়নি।
লাভ-লোকসান খুঁজে খুঁজে নিজেকে হারাইনি,
তোকে, তোর মতন, লোকের তাচ্ছিল্যে বিলিয়ে দেইনি ;
তুই পাবি ব্যথা মনে, হবি সবার অপ্রিয়,
যা আমি মন থেকে কখনও চাইনি।
জানি না আজ কোথায় তুই,
জেনেই বা কি হবে?
তুই তো আর আসবি না ফিরে,
তোকে ভেবে ভেবেই যে, আমার সময়
শুধু শুধুই টিক টিক করে, বয়ে যাবে।।