তোমার অস্তিত্ব জুড়ে
আমি হেঁটে বেড়াই।
খুঁজি আমি তোমাকে ক্লান্ত হয়ে...
কোথায় আছো তুমি
আজ লুকিয়ে?
ক্লান্ত আমি আজ ভবঘুরে।
তোমার ওই অপলক চোখে
আছে যে কতো মায়া,
তোমার ওই মায়াবী ঠোঁটে,
অতীতের স্পর্শ মনে ভাসে।
আজ ছুটেছি আমি তাই
কোন এক নীলের দেশে,
তোমার স্মৃতি যেখানে
পড়বে না মনে,
ছুটে চলেছি – সেই আঁধারে।।