রাতের আঁধারে ভাবি যখন তোমায়,
কতো বাঁধা যেন দিয়ে যায় উঁকি;
কেউ তবুও বলে না আমায় –
তুমি কি আছো কারো ভাবনায়?
মনে মনে ভেবে হেসে ফেলি –
কেন তোমায় দেখে যাই আমি?
তখন . . .
আবারও হেসে গুলিয়ে ফেলি!
পুরানো কিছু স্মৃতি . . .
ওইগুলোই যেন সুখ,
আবার অনুভবে দুঃখ;
একাকী সময়ে পেয়েছি পাশে
এতেই যেন আমি কৃতজ্ঞ।
যখন তুমি যাবে আমায় ফেলে,
হয়তোবা আর পড়বে না মনে,
কোনদিন পড়েছিলো কিনা
সেটাও আমার নেই জানা।
তখন হয়তো জ্বালাবো না আর
তোমায় পাগল মনে।
কিন্তু জেনো, থাকবো আমি,
লিখবো গান তোমায় নিয়ে;
খামে ভরে জমিয়ে রাখবো –
তোমার সুরের অপেক্ষা নিয়ে।।