ভাবনাগুলো যখন আমাকে ঘিরে
একই সাথে এসে মনে মনে
শুরু করে অনবরত আন্দোলন,
আমি তখন বলে উঠিঃ
এতো কেন কথা ভীড়ের বেশে?
- আমিতো চিন্তায় হবো না যুক্ত,
যদি না হতে পারি একাকী মুক্ত।।
শূন্যে বেজে ওঠে কন্ঠধ্বনি!
আমি ভাবি,
একাকী অন্ধকার ঘরে
এটা কার সুরের বাণী?
হঠাৎ আমি নিজেকেই বলি,
চোখে যদি না দেখলাম কিছু
তবে, এ যেন আমার মনে
বাঁধছে বাসা, ভাবনা নামক এক প্রাণী।।
মুহূর্তের মাঝে সব যেন স্তব্ধ,
হাসি আমি, হয়ে যাই মুগ্ধ।
চিন্তা ভাবনা সব, রেগে যেন ক্ষুব্ধ
আমায় দেখে, করে না আর শব্দ;
বলে যাই মনকে তাই;
কেমন করে হবে বলো, সবাই জব্দ!!??