কাউকে যেন ভেবে ভেবে
রাত আমার যায় কেটে,
কেউ যেন নিয়েছে আমার
চোখে ঘুম যতো ছিলো,
সবই যেন ছিনিয়ে ও কেড়ে।
চাহনি তার ছলনার মায়াজাল
খেলা করে রোদ,
হাসি ঝলমল।
কন্ঠে তার আছে জড়ানো মধু;
গানের সুরে, কথার ছলে,
মনটা অধির, অস্থির ও ভাবুক,
যেন – এক মায়াবী যাদু।।