তোকে নিয়ে ভাবতে থাকি,
যখন তুই যাস চলে, শতো কথা রেখে বাকী;
আমি তখন যে একা বসে
অন্ধকারের মাঝে তোর ছবি শুধু আঁকি,
‘ভালোবাসি’ বলে – এ মন যেন আমার
দিতে চায় না তোকে ফাঁকি।।
স্বপ্ন আমার বাসা বাঁধে
নিগূঢ় আঁধারে কল্পনারই মাঝে,
কাছে থাকতে হয়নি তোকে চাওয়া,
সময় কেটেছে বসে ভেবে, ব্যর্থ সব সন্ধ্যা সাঁঝে।।
খুঁজে চলি তোর একটু আবছা ছায়া,
কী করে বলবো তোকে
আমায় ঘিরে যা আছে, সব দোটানা মায়া!!
তোকে দেখে তাই আড়চোখে
ভুলে যা অল্পসময়, যা আছে মনে কালো কায়া।।