কথা যদি সব মনের মাঝেই রাখো,
কি করেই তুমি তবে স্বপ্ন দেখো?
ভালোবাসা তো ভালোবাসা-ই,
হতাশার মাঝে সুখের আশা,
হোক না সে, অল্প কিছুক্ষন!
কেন মিছেমিছি চাওয়া পাওয়ার প্রত্যাশা?
ভালো বাসায় – নেই যে আঁকা ভালোবাসা;
সব কিছুই ক্ষণস্থায়ী – জেনে ও শুনে,
তবুও কেন, বৃথাই মুখে স্বপ্নময়তার ভাষা??