ক্লান্ত হয়ে বন্ধ করেছি,
সামাজিক যোগাযোগ মাধ্যম,
ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি –
সব হারিয়ে আমি আজ অক্ষম,
হয়ে গেছি পাথর,
লোকসমাজে হয়েছি তাই স্বার্থপর।
একা একা থাকতে থাকতে
ভুলে গেছি আমি,
মানুষের সাথে হয় কি করে মিশতে;
যদিও এক একজন সবাই থাকে, ভিন্ন ভিন্ন দেশে
ভাবি বসে আমি –
আমার একাকীত্বের বেশে।।