কষ্টকে বেসেছি আমি ভালো,
কষ্ট না পেলে তাই জ্বলে না মনে আলো।
পারি না ভাবতে,
পারি না চাইতে,
পারি শুধু দূরে দূরে থাকতে।।
কষ্টে শুনেছি কেষ্ট মিলে,
কষ্টের ভাগ কাউকেই না দিলে।
চাই না পেতে,
চাই না দিতে,
চাই শুধু মনকে ভুলিয়ে রাখতে।।
কষ্টে আমি আজ হাসি,
কষ্ট পেয়ে কেউ কেউ হয় দাসী।
কেউ হয় নষ্ট,
কেউ হয় দুষ্ট,
কেউ আবার হয়ে যায় প্রতিভায় শ্রেষ্ঠ।।
কষ্টে আজ হই না আমি ক্লান্ত,
কষ্ট আমায় করে তুলেছে আজ শান্ত।
পাই না আজ দুঃখ,
নেই আজ কোন পক্ষ;
হয়ে গেছি যে আমি আজ
"কষ্ট" নামক এক "বৃক্ষ"।।