পৃথিবী থেকে হারিয়ে গেছে,
মানুষের জন্য মানুষের, মনের সব মায়া।
মায়ার জালে বেঁধেছে মানুষ নিজেকে,
যেখানে আছে সব, যন্ত্রের ছায়া!
নতুন নতুন যন্ত্র, গড়ে গড়ে,
মায়া জাগিয়ে তুলেছে মানুষ, সেই যন্ত্রেরই তরে;
মানুষে মানুষে হানাহানি করে,
সিন্দুকের মাঝে করছে সব জড়ো
যন্ত্রের যতো মন্ত্র, ভরে ভরে।।