সমুদ্র দেবতার আশীর্বাদ নিতে
নেমেছি তার নোনা জলে,
পাপ গুলো সব ধুয়ে মুছতে
নেমেছি সাগরে,
হৃদয়ে গভীর বিশ্বাস ভরে।।
হঠাৎ দেখি আকাশপানেঃ
গোলাপী আভায় সজ্জিত
পূর্ব আকাশে ভাসমান সব মেঘের ভেলা,
আর পশ্চিম আসমানে হরেক রঙা
মেঘে মেঘে ভেসে আছে, ধ্বংসের লীলাখেলা।।
দেবতা আজ মুছে দিলেন
মনের ভেতরের আটকে থাকা
অল্প কিছু কালিমা;
যা পুড়ে, পুড়িয়ে জ্বালিয়ে যাচ্ছিল
আশাহীন, ভিত্তিহীন নানান প্রত্যাশা।।
জল ছেড়ে উঠে এলাম,
ছাড়িয়ে, হারিয়ে সব হতাশা।
বিধাতার কাছে জানাই তাই –
অসংখ্য ধন্যবাদ ও প্রসংসা;
নতুন আলোয় দীক্ষা পেলাম
ভুলতে সব হিংসা ও প্রতি হিংসা।।