তুমি আমার এই পৃথিবীতে
বেঁচে থাকার একটি মায়া।
তোমাকে হারাবো!
তবে, বেঁচে থেকে লাভ কি আমার বলো??
স্বপ্নের মাঝে দেখা দাও –
এ তোমার কেমন নীতি?
অজানায় তুমি হারিয়ে যাও,
আমায় গিয়ে ভুলে জানি।
একা একাই তুমি, কোন পথ হারাও,
কোন পথের সীমানা ছাড়াও??
হয়তো, তুমি কোন একদিন
খুঁজবে আমায় জনতার ভিড়ে;
জানবে সেদিনঃ
হারিয়েছি প্রাণ,
চার দেয়ালের মধ্যে নিজেকে পুরে।।