মাটি???
মাটির গড়া পুতুল, মানব মোরা;
আবার এই মাটির বুকেই আমরা গড়ে আছি
আমাদের বসবাসের জন্য ঘাঁটি।
ক্ষুধা মেটাতে প্রয়োগ করি, নিজেদের শত কৌশল,
মাটির উদারতায় সৃষ্টি করি আমরা
বেঁচে থাকার জন্য খাদ্য, গড়ে শষ্য ফসল;
ক্ষুধার জ্বালা মিটে গেলেই আবার করি উশুল, বলে –
মাটিকে দুর্বল, আমরা নিজের নাম রটিয়ে, হতে চাই সফল।
পায়ের তলায় মাটি আছে বলেই,
টিকে আছি যেন মানুষ মোরা;
মাটির আমরা, মাটি কেন্দ্র করে টিকে থেকে, ভুলে গেছি –
মাটি রক্ষণার্থেই যে, হয়েছিল মোদের গড়া।
মাটির উপরে প্রকৃতির মাঝে আছে,
লুকানো মাটির সৌন্দর্য;
কিন্তু তা, আমরা পরিণত করেছি আজ ধ্বংসস্তুপে,
গড়তে রাঙিয়ে আমাদের নিজস্ব, কৃত্রিমতার মাধুর্য,
মাটির ধ্বসে খুঁজে ফিরি মোরা, লালস্যময় প্রাচুর্য!!