এইতো ক’দিন আগেই ছিলো
এইখানটাতে গাছগাছালিতে পূর্ণ,
ছায়া ঘেরা পরিবেশ, মনে ভাসতো. . .
হরেক রঙের হরেক বর্ণ!
দূর হয়ে যেতো মনের সব ব্যথা,
সূর্যের রশ্মি রাঙিয়ে আলোক, যেন স্বর্ণ;
কেটে যেতো সব বেদনায় আঁকা,
যা কিছুই মনে আছে, হয়ে জীর্ণ।
কোথায় যাচ্ছে হারিয়ে সব?
কোন সে কারণেরই বা জন্য?
ভালোবাসা, ভালো লেগেই আজ কেন
পেতে চায়, সবাই হয়ে বন্য?
সবাই কিভাবে, আর কেন কাটাতে চায়
আপন’কে চ্ছিন্ন?
পর সবাই বিশ্বস্ত হয়,
কোন সে উপায়কে দিতে প্রাধান্য?
অবশেষে সবাই যেন, অবুঝ বোকা শিশু!
ধোঁকায় ধোঁকায় সবার জীবন যেন বিষন্ন।
কোন সে আকৃষ্টতায় হয়ে ধন্য?
জীবনকে ভাবতে হয় পরিশেষঃ
বৃথাই সব, বেঁচে থাকা কতো জঘন্য!!