নির্ঘুম রাত যায় কেটে,
কৃত্রিম এই শহরে আমি
পথ চলি হেঁটে হেঁটে;
উদ্দেশ্যহীন কোন অজানায়
অজান্তে দ্বিধাহীন এক প্রেক্ষাপটে;
আনমনে, আঁধারে সময় যায় কেটে।।
রূপালী কাগজে লিখি
দিয়ে কমলা কালি,
মুছে যায় সব রোদের তাপে জ্বলে
পরিণত হয়েঃ সব সাদা বালি,
পুড়ে পুড়ে এক সময় কাগজ –
শূন্য ও খালি।।
গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে
জ্বালিয়ে ধূপ লোকারণ্যের ভিড়ে,
ঘ্রাণ শুকে যাই একাই বসে
নির্জন সব পথের বাঁকে ও নদীর তীরে।
পাতার গন্ধে যেন ভাবনারা মাথা চিরে
আসতে থাকে একে একে, চিন্তার রেশ ফুঁড়ে,
প্রকৃতি যেন নিজেরই মাঝে, রাখে আমায় ঘিরে।।