আমার এই চ্ছন্নছাড়া ভবঘুরে জীবনে
তোকে জড়িয়ে,
দিতে চাই না আমি কষ্ট,
সবাই জানে, তাই সবাই বলে,
আমি যে একটি ছেলে, হয়ে গেছি নষ্ট;
দুই নৌকার মাঝি আমি
এটা’তো সবখানেই রয়েছে পুরোপুরি স্পষ্ট।।

কল্পনাজুড়ে পেয়েছি তোকে – না চাইতে,
পাশে পেয়েছি যখন তখন, অনুভবে মেতে উঠতে,
তারপর... ... ...
তোকে বাস্তবে না পারি সইতে,
কেটে যে যায় প্রহর, দেখতে দেখতে,
অবিরাম দৃষ্টিপাতেও পারি নি আমি
চোখের ভাষা তোর পড়তে।।