কে বলে কেউ নেই?
কেউ না কেউ থাকেই অবিরত
শরীরে না হয় অশরীরে
আমারই পাশে, আমারই সাথে।
কথা বলে যাই মন খুলে
দেখে বা না দেখেই
চারপাশের চার দেয়ালকে ঘিরে।।
কতো কিছু ঘটে যায়,
কতো সত্য না দেখেই, যায় যে রটে!
কতো কথা মানতে হয়
না জানিয়ে ঘটে যাওয়া সব
পেরিয়ে যাওয়া গল্প, যা আছে অন্তরালে।।
নেই প্রয়োজন, শুনিয়ে ব্যাথার স্মরন,
নিজেই তখন ফিরে চলে যাই মন
দেখতে – কাটানো রাতের ঘটানো সব বিস্ফোরণ;
স্বপ্নেরই মাঝে, কল্পনার ভাষায়, খুঁজি জানাতে সুখ,
ঘুচাতে আধারের মাঝেও আলোড়ন।।