হায় হুতাশে ক্লান্ত আকাশ, রৌদ্রতপ্ত বৃষ্টি ঝরা,
শূন্য কন্ঠে ডাকছে পাখি
বাসায় বসে দেহের পালক
শুকায় যেনো দৃশ্যময় সূর্যের ঝলক।
বাতাস হারিয়ে ফেলেছে আজ নিজ গতি,
ঘোরের মাঝে থেকে যেনো বইছে না নিরবধি,
থেমে গিয়ে আবার টলছে
গাছের পাতার আওয়াজ তাই গুনে গুনে
শুনি নিজ কানে, একাকী হয়ে আনমনে।।
বজ্রের ধ্বনি বাজতে আজ শুনেছি
মেঘহীন আকাশে চমকায় বিজলী,
এ যেনো…. ধরা হচ্ছে বিচ্যুত
অভিমান আর আক্রোশে, মানুষের তরে
বরষণ ঢালে এগুতে গেলেই,
প্রকারভেদের চাহিদা মুহূর্তেই গিয়ে ভুলে।।
প্রকৃতি দেখছি ভীষন চটে হয়ে আছে ক্ষুব্ধ,
বহু প্রচেষ্টায় থেমে আছে, তবু করতে বিনষ্ট,
দেখছি স্পষ্ট, মন্ত্রে আমি মুগ্ধ,
কল্পনায় জীবন যেনো উল্লাসে রয়েছে মত্ত।
পরিবেশ আজ ক্ষিপ্ত শোকে, হয়ে লিপ্ত,
ঘটিয়ে যাচ্ছে প্রলয় একে একে
স্রষ্টার আদেশে মগ্ন, করতে সৃষ্টি ধ্বংস।।