ব্যথা. . . .
দুই রকম যার আছে প্রথাঃ
কেউ কেউ পায় ভুক্ত-ভোগী হয়ে
শারীরিক ক্ষত-কথা;
আবার, কারও জীবনে শুধু দিয়ে যায়
হয়ে, অনুভূতির কষ্ট জনিত পন্থা।
কেমন করে পেয়ে যাই ব্যথা?
কেউ যে তা চায়নি ভাবতে,
ভাবতে গেলেই যে – নষ্ট হবে মাথা!
তাই মুড়ি দিয়ে গায়ে নকশী কাঁথা,
ঢেকে রাখতে চাই, ব্যথিত মনের অজস্র গাঁথা।
ব্যথিত হয়ে, ব্যথা ঘুচতে
বলে বেড়াই, সকল ব্যথার বারতা;
ভুলে গিয়ে যে –
ব্যথা নিজেই তো একটি কথা।
যা বলি, তা শুধুমাত্র
ব্যথার অনুভূতিকে তুলে ধরা, সময়ে যথা।
ব্যথা আছে, দেহের ভাঁজে,
যায় না’কো দেখা সকাল সাঁঝে।
ব্যথা আছে, অনুভূতিরই মাঝে,
কোন কিছু চেপে রাখা হলে হৃদয় গভীরে, লাজে।
ব্যথার কথা, মনেতে সবার ভাসে,
দুঃখ ভুলতে, কষ্ট পেয়েও, হেসে হেসে।
ব্যথা পাওয়া যায়, শারীরিক কোন কাজে,
ক্লান্ত হয়ে অলসতার সাজ সেজে।
ব্যথা পাওয়া হয়, না পাওয়ার মাঝে,
অপেক্ষার প্রহর গুনে গুনে
ধৈর্য হারানোর শেষে।।