একাই আমি, একাই সব টানি,
একাই দোষী,
এটাই মানি।

কেন অযথা এতো হানাহানি??

লোভী কিছু ব্যক্তির
হয় হয়রানি,
অযথাই রটে চলে, হয় জানাজানি;
তারপর,
চুলে চুলে টানাটানি!

কষ্ট তখন ডাক দিয়েই
জড়িয়ে হাতছানি।
তবে কেন,
নিজ মুখে অন্যের কানাকানি?

যদি কিছুই আমি না জানি...
পান করে যাবো আজীবন
বিশুদ্ধ পানি।

তোমার জন্য মনের অজান্তে
জানিয়ে দিলাম –
এই বাণী!!