মায়ার জালে আমি
বাঁধা আছি, এটাই শুধু জানি।
দাঁড়িয়ে একা, নেই তুমি,
ক্লান্ত হয়ে তাই চাইছে বুজতে
শান্ত আমার চোখের মণি।।
অপেক্ষার প্রহর ফুরিয়ে যায়
তবুও, কোথাও তুমি নাই!
মিছেমিছি এখনও সময় যাচ্ছে পেরিয়ে;
কোথায় গেলে আমি তোমাকে খুঁজে পাই?
ভুলতে তোমায় সুর বাধি আজ,
ছেড়েছুড়ে দিয়েছি সব কাজ;
হারিয়ে যে গেছে তাঁরই সঙে
মনের সব লাজ।
বদলে গেছে পৃথিবী আমার,
বদলে গেছে আমার সাজ,
পাল্টে গেছি তারই সাথে –
ভিন্ন জগতে করছি এখন রাজ।।
বলে যাওনি তুমি,
রয়ে গেছে তাই মায়া,
সুরের মাঝেই তাই খুঁজে ফিরি,
শূন্য তোমার ছায়া।
চিনতে পারবে না আমায় তুমি
ভুলে যদি দেখা মিলেও যায় আমার কায়া।
চাই না, তোমায় আর দেখি আমি
বাড়াতে চাই না আর হারানোর মায়া।।