চাই না আমি নতুন করে
ভালোবাসার সুখ বুনতে।
হারিয়ে ফেলেছি আজ অনুভূতিগুলো,
সেই স্মৃতি মাখা দিনগুলো;
যখন আমি তোমাকে ভেবে
কাটাতাম আমার সব নিশি,
অবাক হয়ে শুনে যেতাম আমি!
তোমার সুরের বোল, সেই মিষ্টি হাসি!
আজও ভেবে যাই সব, হয়ে আনমনে. . .

হঠাৎ ঝড়ে, হাওয়া এসে যখন
উড়িয়ে নিয়ে গেল তোমায়,
আমি তখন অস্থির হয়ে কাটিয়েছিলাম সারাবেলা;
আর এভাবেই চলে যায়
কত কত বসন্তের মেলা।

হঠাৎ আমি নতুন মনে
পাড়ি দিলাম এক নতুন গান,
নতুন এক অজানা সুরে
মন আমার পাথর হয়ে
নিয়ে গেল ভালোবাসা থেকে
অনেক অনেক দূরে সরিয়ে।
ভাবনা তখন, শুধু ভাবায় আমায়
আবার তোমার সেই মিষ্টি হাসি।
তোমায় ভেবেই যেন লিখে গেলাম,
নতুন এক গানের
অব্যক্ত সব কথার রাশি।

তোমায় ভেবে, তোমার কাছে,
কেন ফিরে আসি বারে বারে?
তোমায় নিয়ে ভাবতে গেলেই কেন
পারি না সুর করতে গানে?

হঠাৎ একদিন চলতে পথে,
তোমার দেখা গেলাম আমি পেয়ে
এক নতুন পথের বাঁকে!
তোমায় দেখি, অবাক চোখে;
নতুন রূপে, নতুন মনে।
কেন ছিলে এতদিন দূরে হারিয়ে
মেঘের ভেলায় ভেসে ভেসে?
তোমায় নিয়ে পারবো কি লিখতে
আবার গান নতুন করে?

থাকবে কি পাশে হাতটি ধরে
আসছে দিনগুলির পথ চেয়ে?
হয়তো আজও আবার তুমি
হাত ছেড়ে আমার ভেসে যাবে একা!
তখন আমি চিৎকার করে
খুঁজবো কোথায়, বলবো কারে;
ভেবে নিও তুমি, চুপটি করে!

গান গেয়ে যাই আবার –
একলা আমি, এই আঁধারে।।