যতোই আমি শুনে চলি গান
তবুও যেন, ভরে না’কো আমার প্রাণ;
যতোই আমি শুনি,
যতোই আমি চলেছি সুরে গেয়ে,
ধন্য আমি, ধন্য বিধাতার কৃপায় –
এই বিশ্ব-ভ্রম্যান্ডের মাঝে এমন
অফুরন্ত, অগণিত, অজস্র সুরে গাঁথা
এই গান ভান্ডারকে পেয়ে।
আনন্দের ক্ষন যখন পেরিয়ে যাই;
মুগ্ধকর গানের তালে
নিজে নাচি ও অন্যকে নাচাই,
ভেদাভেদ ভুলে, কাউকে তুচ্ছ না করে যাচাই,
একই সাথে, একই তালে, নেই কোন বাছাই।
কষ্ট পেয়ে একা একা,
যখন কোথাও পাই না একটুও আলোর দেখা,
গানের মাঝেই যে তখন খুঁজে পাই আমি
গুপ্ত থাকা সব দুঃখের ব্যাখ্যা;
সুরের কাছ থেকে নেই যেন আমি দীক্ষা,
নিজেকে অটুট রেখে
করতে ধৈর্যের সাথে প্রতীক্ষা।
গানের মাঝেই লুকানো আছে
পৃথিবীর হাজারো রহস্য,
সেইসব প্রকাশ্যে হাস্য;
তাই, হারিয়ে ফেলে ভাষ্য
জনে জনে গানে রেখে গেছে
আমাদের হাসির সব ধ্বংস।।