মাঝে মাঝে, আমার চোখ দু’টোর
খুবই হিংসে হয়, আমার হৃদয়ের উপর!
কারণ. . . .
তুমি সব সময়ই যে আছো দূরে দূরে,
আমার চোখ হতে কোথাও গিয়ে সরে;
কিন্তু, সর্বদাই যেন থাকো তুমি বসে
আমার হৃদয়ের গভীরে।
মাঝে মাঝে, আমার সব বাস্তবতা,
ঘটায় শুধু বিঘ্ন; তোমার কারণে –
যখন বাস্তবে বসবাস করেও
আমার সব চিন্তা-ভাবনায়,
তোমার কল্পনা হয় যেন উত্তীর্ণ।
মাঝে মাঝে, কথা যতো আছে আমার,
রুক্ষ হয়ে থাকে অপেক্ষায়, আমার গান বন্ধ হবার;
গানের সুরে যে আসে ভেসে,
তোমার দেয়া কষ্ট সব, আমার কন্ঠে
আবেগ জড়ানো, হয়ে পুরস্কার,
কথা’রা সবই তখন পায় তিরস্কার।
মাঝে মাঝে, আমার দু’টো ঠোঁট,
অশ্লীল বাক্যে মত্ত থাকে, দূরে রাখতে হাতের কলম,
যেন – লিখতে না পারি মনের কথা
আর, কষ্টে ভরা যতো আছে জখম।
কারণ. . . .
তোমায় ভেবে যতো দেখা স্বপ্ন,
লিখে লিখে গেঁথে রাখি সবই, করে যত্ন,
যেন এসবই আমার, অমূল্য রত্ন,
তাই ঠোঁট জোড়া আমার, চুপটি থাকে, হয়ে বিষণ্ণ।।