আমি অনেক হাসতে পারি...
যখন তখন, আনমনে
আনন্দে হেসে বেড়াতে পারি।
পুরানো স্মৃতিগুলো যখন,
গহীন রাতে মনের মাঝে
দিয়ে যায় উঁকি;
কাঁদবো ভাবি...
জল নেই চোখে, তাই যেন -
হেসে হই কুটিকুটি!
কষ্ট পেয়ে একা একাই আমি
হেঁটে যাই অজানা পথে,
এই ভেবেই যে পাড়ি জমাই,
ফিরবো না ঘরে রাতে।
অসহায় হয়ে বসে থাকি
তোমার পথ চেয়ে;
তারপর, হঠাৎ করে আবার যেন -
হেসে হই ছাড়-খাড়!
একদিন শুনি...
আপন বলেই যাকে আমি জানি,
মৃত্যুকে করেছে বরণ!
হাজার মানুষের শোকের কান্না তখন
দিয়ে যায় যেন আমায় স্মরণ;
হাসি যেন আয়ার থামছে না আর,
এই ভেবে যে -
পৃথিবীতে থেকে কষ্ট'কে, আর
আমার মৃত আপনের করতে হবে না বরণ।
দুঃখের মাঝেও, যদি কেউ হেসে ফেলে,
তবেই যে, কষ্ট থেকে মুক্তি মেলে;
আর তাই, আমি শুধু হাসি,
জড়িয়ে ভালোবাসাকে পাশাপাশি।।