তাকিয়ে দেখো, আকাশটা আজ
কালো মেঘে ঢাকা!
বিজলী তবুও কেন চমকায় না?
আলোর ঝলক কেন দেখি না?
মাতাল ঝড়ো হাওয়া কেন আজ বইছে না?
আলোকশূণ্য কালো আঁধার, এই ধরায়!
তবে কি আজ মেঘের ঐ দলগুলো
ভুলে গেছে জ্বলতে হবে?
প্রচন্ড আবেগে আর চিৎকারে,
ক্রোধের আর্তনাদ মাখা হুংকারে?

শূণ্যতার এই বৈশাখী হাওয়ায়
লাগিয়েছি পাল ভাসবো বলে,
ঐ দূর মেঘের দেশে!
কালো মেঘে ঢাকা আকাশ!
কেউ ডাকে না আমায় আজ,
ডানা মেলবো বলে।

কেন...
চাঁদ আজ দেখি না?
কেন...
রাত জাগা পাখিরা ডাকে না?
কেন...
নিশ্চুপ হয়ে গেছে এই প্রকৃতি?
কেন...
কালো মেঘ বৃষ্টিহীন, ঢেকে আছে
রাতের ওই নীল আকাশে?

মেঘেদের দল আজ,
ভুলে গিয়ে সব কাজ,
ভেসে আছে, থেমে আছে শূণ্যে,
রাতের ওই আঁধারে মিশে, আকাশপানে!!