কেউ কি আছে, আমাকে সুধায় –
তোমার সাথে কবে হবে দেখা?
তোমার নাম ধরে ডাকবো কবে,
সকাল, দুপুর আর রাতের বেলা?
বলবে কি কোনদিন কেউ
এই অধমের সাথে কথা?
নাকি, আমি তোমার সাজানো পথে
হয়ে দাঁড়িয়েছি বিষাক্ত কাঁটা?

চাই না আমি, মধু চন্দ্রিমার ঐ
জোছনা ভেজা রাত।
তোমায় ভেবে ভেবে, দেখতে চাই না আর
নতুন কোন সুপ্রভাত।
রাত জেগে মুঠোফোনে,
আর বলবো না কথা তোমার সনে।

বুঝাবো কবে তোমায় আমি?
কি চাও তুমি?
কি পেলে বলো দেখতে দিবে
মাঝে মাঝে তোমার মুখখানি?
এতটুকুই ভেবে ভেবে
জীবন আমার যাবে কেটে।
যদিও বা ভুল করে তোমার মনে
বাজে আমার কথা;
চোখ জোড়া বন্ধ করলেই –
দেখবে একা, দাঁড়িয়ে আছি সেথা।।