মায়াবী একটি মেয়ে, স্বর্ণা;
যার গায়ে অনবরত জড়িয়ে আছে
নীলচে একটি ওড়না,
অবাক চাহনিতে, অল্প অল্প বর্ণা,
তাকালে আমার মুখপানে,
মুখ ফুটে তারপর তার হাসির ঝর্ণা।
সুমধুর কণ্ঠে সে খেলা করে
একা একা,
যখন-তখন, রাত-দুপুরে,
ব্যথা যা আছে হৃদয় জুড়ে,
গানের মাঝেই দেয় সে ছড়িয়ে,
সুরে সুরে।।