আমি শুধু স্বপ্ন দেখি
আর, শুধুই তোমায় ভাবি;
তোমার ওই মায়াবী দু’টি চোখ
আর গোলাপী ঠোঁট!
তবুও শুধু পারি না যেতে
তোমার খুব কাছে!
কেন তুমি এতো দূরে?
কেন দেখো না আমার পানে চেয়ে?
দেখো, আমি এসেছি আজ
তোমার খুবই কাছে,
হাত দু’টি আমার বাড়িয়ে দিয়েছি –
একটু ছুঁয়ে দেখো!
তাকিয়ে দেখো, আমার এই চোখে।
ক্লান্ত হয়ে বসে আছি আমি
তোমার ছায়া একটু পেতে,
এতো কাছে এসেও তবে কি
ফিরে যাবো এখন আবার আমি?
অনেক কষ্ট দিয়েছি তোমায়;
তুমি তাই করেছো অভিমান!
দেখো... আমি দাঁড়িয়ে আছি
শূণ্য চোখে জল ঝরিয়ে,
আকাশপানে তোমার দিকে তাকিয়ে।।