হিমেল হাওয়ায় দোলে মন,
অজান্তে হয়ে অচেতন,
বারান্দায় দাঁড়িয়ে শূন্য আবরণ;
আকাশে বাতাসে ভালোবাসার প্রতিফলন।
মেয়েটি তাকিয়ে দেখছে...
আকাশটা জানি আজ কেমন!
মনটা যে তার উড়ু উড়ু,
সুদূরে যেন করতে চাইছে ভ্রমণ;
ঠান্ডা বাতাসে, স্নিগ্ধ আবেশে,
নীরবতা করবে যেথায় আক্রমণ।।