ঢাকা থেকে সুদূরে,
যাই সেখানে- বাসে, ট্রেনে, প্লেনে চড়ে।
মাঝ পথে খেয়ে নিয়ে দহি,
তারপর কিছুদূর আসি রাজশাহী।।
অভ্যর্থনায় থাকে কিছু
সহজ সরল মানব।
তৈরী থাকবে নিয়ে তাদের
রিক্সা আর স্কুটার,
ঘুরিয়ে দেখাবে,
বয়ে নিয়ে যাবে
কিছুই যে নাই মাথা ব্যথার;
মনটাকে দিবে উজাড় করে
ভালোবাসার সমাহার।।
শহর ঘেঁষে পদ্মা নদী
বয়ে চলে গেছে,
বসে বসে নদীর চরে
অথবা, এক নৌকায় ভর করে,
দুঃস্বপ্ন সব ফেলে দিয়ে আলগোছে।।
মিলবে দেখা শহর ঘিরে
আম বাগান দেখে দু'চোখ জুড়ে।
রকমারি আমের নাম শুনে,
গাছে পাখির কন্ঠে গান
বেজে উঠবে বনে বনে।।
রাত বাড়লে শান্ত শহর,
গুণতে থাকে স্বপ্নে এক প্রহর।
নির্জনে বেঁচে আছে
কিছু খাঁটি সোনার সাদাসিধে মানুষ;
বুঝতেও পারে না,
মানতেও পারে না,
মুখোশ পড়ে ঘুরে বেড়ানো সব ফানুস।।
সময় হলেই ফিরে যাই, ছুটে
রাজশাহী শহরের কোলে,
নতুন নতুন স্মৃতি গড়ি,
সব দুঃখ-কষ্ট যাই মুহুর্তেই ভুলে;
সময় কেটে যায়.....
প্রকৃতির ছলে বলে কৌশলে।।