প্রিয়া!
কেন, মনে তোমার সন্দেহের প্রতিক্রিয়া?
তুমি কি জানো,
তুমি এই ধরাতে একজন নারী, অদিত্বীয়া?
কেন এতো বুকের ভেতর মায়া,
জমে  কালো হয়ে, অন্ধকারময় ছায়া?

আমি’তো দুঃখ পেতেই
অনুভূতি খুঁজি, হয়ে বেহায়া;
কষ্ট পেয়ে যে লেখার মাঝে
ছড়াই ভালোবাসার নিঃসীম আসা যাওয়া!

তবুও তো পাওয়া??
হোক না সে আমার জীবনের
কোন কালবৈশাখী আবহাওয়া!!