‘রাজকুমারী’ একা আছে দাঁড়িয়ে. . .
হয়তোবা, পথ ভুলে এসেছে চলে;
নয়তো, কোন
রাজকুমারের প্রতীক্ষায় রয়েছে উদাস হয়ে।।
দেখেছিলাম রাজকন্যার মুখ,
মায়াবী হাসিতে রাঙিয়ে দু’টি ঠোঁট।
তাকিয়ে থেকে আমার পানে
প্রথম কথাটি বললো সে থেমেঃ
“ গাইতে কি পারো গান? “
“ শোনাবে আমাকে? “
“ তাহলে, দিতে পারি আমি
তোমার যা আছে দাম।। “
অবাক চোখে চেয়েছিলাম আমি
তাকিয়ে রাজকন্যার পানে!
“ ভালোবাসতে চাই “ –
তাই, এই কথাটি লিখেছিলাম গানে।
হঠাৎ ভেবে বলে আমার মনঃ
আমি’তো নই রাজকুমার একজন!
শোনাতে পারি গান;
ভালোবেসে পেতে চাই, আমি তোমার দাম।
মূল্য দিতে রঙিন খামে
লিখতে যেও না আমার নাম।।
রাজকুমারী, আমার দিকে তাকায় গোমড়া মুখে...
রাজকুমার নই বলে –
মুছে ফেলে আমায় মন থেকে।
গান গাইতে পারি না আমি;
অভিযোগ এটাই তার, ছিলো বলে জানি।।
ফিরতে ফিরতে চলে যায় রাজকন্যা অনেকখানি;
শেষবার মুখ ঘুরিয়ে দেখলো,
দাঁড়িয়ে আছি আমি!
অবাক চোখে তাকিয়ে দেখে –
“ আমার চোখে পানি !! “