অবাক চোখে তাকিয়ে তুমি,
দেখছো সৃষ্টি ধ্বংস!
অভিমান আর ক্রোধের আগুনে,
বজ্রে, হুংকার দিয়েছো ভীষন।

ভয় পায়নি কেউ!
তোমার হুংকার শুনতে পায়নি কেউ!
সবাই বুঝতে পেরেছে –
তুমি এখন কাঁদবে অঝোরে।

পৃথিবীর বুকে নেমে,
ছটফট করে খুঁজে বেড়াও
তোমার সৃষ্টি, ঘাসের ছোঁয়া!
তারপর...
ক্ষিপ্ত চোখে ভেঙে দিলে
আমাদের সব মানব সৃষ্টি;
হাওয়ার মাঝে রাগ ভাসিয়ে
কান্নায় তুমি লিপ্ত!!