হারিয়ে ফেলেছিলাম,
নিজের সৃষ্ট কিছু কল্পনা,
এড়িয়ে আছে যতো প্রাকৃতিক বাঁধা!
বিশ্বাস অটুট রাখার প্রথম ধাপে
যাই হেরে, নিজেরই কাছে।।
কষ্টগুলো মাথা পেতে নিয়ে
ছুটে চলি, কোলাহলে ভরা আমার
একলার সেই শূণ্য ঘরে।
দুঃখ গুলোকে ভোলার চেষ্টা
রেখেছিলাম প্রচেষ্টা;
আমার পানে চেয়ে আকাশ
কান্নার ফোঁটা দিয়ে ছিটিয়ে,
কী যে বোঝাবে, ভোলাবে সব ব্যথা
মেঘলা আকাশ যে ভাবছিলো শুধু এ কথা।।
ঘরে ফিরেই, আনমনে
অজান্তেই, সব করে দিলাম ক্ষমা।
হঠাৎ করেই উৎফুল্ল আমার মন,
নতুন ভাবনায় মত্ত সারাক্ষন।
কালি দিয়ে সাজাতেই,
ফিরে এলো যেনো কল্পনাগুলো;
হাতের খুব মুঠোয়।
বিশ্বাসেই যে এলো ফিরে
ছায়া গুলো সব পুণরায় ধীরে ধীরে।।