হারিয়ে যাবো এবার আমি
পাথুরে এক নদীর গাঁ ঘেঁষে,
লোকালয় ছাড়িয়ে বহুদূরে
পাহাড়ে ঘেরা সবুজ বনে,
ঝরনার শব্দে, মুখোরিত মনে।।
হারাতে চাইছি......
চার দেয়াল ভেঙে,
অচিন কোন রাজার দেশে;
যেথায় নেই হানাহানি, আর
বোকা বানানোর প্রথা নেই কারো জানাজানি।
স্বপ্ন দেখেই বেঁচে থাকে সবাই
স্বর্গীয় এক আবেশে।।
হারাবো আমি সবই,
যাবো চলে সব ছেড়ে ছুড়ে
অন্য এক কাল্পনিক গ্রহে;
ভিনগ্রহের প্রাণী আমি,
তাইতো____ পারি না থাকতে
বদ্ধ কোন প্রেক্ষাগৃহে।
পাবে না খুঁজেও কোনদিন, হঠাৎ
দেখবো আমি মিশে গেছি হাওয়ায়,
যাচ্ছি উড়ে মেঘের ভেলায়
ভেসে ভেসে, সন্ধ্যার ঠিক শেষে।।