আড়চোখে তাকিয়ে তাকিয়ে
সে আমায় দেখে,
ম্লান একটু হাসি
রোমশ হাতের ছোঁয়া
দিয়ে যায় নিজেকেই, আনমনে;
হয়তো চাইছে আমায় কাছে
বসে নিজের মনে, আমার পাশে
একটু দূরে, নয়’কো একই সাথে।।
ঘুম ভেঙে বিছানা ছাড়তেই
দরজা খুলে____মিলে তারই দেখা!!
লাজুক চোখের চাহনি, চুপিচুপি
তাকিয়ে দেখতেই লুকিয়ে সে ফেলে
কালো চুলের আড়ালে
সৃষ্টি করে দৃষ্টি, অন্য কোন খানে।।
ইচ্ছে করে জড়িয়ে ধরি
টেনে নেই কাছে,
বসিয়ে পাশে চুমু খেলি
তার শুকনো ঠোঁটের মাঝে।
হঠাৎ করে তাকাই ঘুরে,
উঠে সে হেঁটে গেলো
নিজেকে সরিয়ে নিয়ে।
বুঝিয়ে দিলো এটাই আমায়;
কতোটা সময় আমি আর
করতে চাই তার এভাবে পার???