স্বপ্ন দেখবো বলে বেধেছিলাম বাসনা,
দেখার আগেই যে
কী দেখবো ভেবে ভেবে
অদেখা স্বপন কানে কানে ছড়িয়ে;
হয়েছি আশাহত, হয়েছি ব্যর্থ।।


নিজের মনের ভেতরের সাজানো কল্পনা
শুনিয়ে শুনিয়ে, গানে গানে
হারাতে ছেয়েছিলাম সুদূরে, অরণ্যে।
ভাবনা আমার স্বর্গে ঘুরে বেড়ায়
অর্থহীন কোন এক বনে, আনমনে।।


সুরে সুরে বুনি বাসা
অজানা এক আহ্বানে,
বৃষ্টি ঝরে, অঝোরে
শহরে, গ্রামে
বেয়ে আমার শরীর জুড়ে।


হাঁটি আমি পথিক হয়ে
গান গেয়েই যে বেড়াই ঘুরে,
চলি শুধুই ইচ্ছার রেশ জড়িয়ে।।