ভেবে ভেবেই করছি দিন পার,
জেগে জেগেই যে কাটছে কতো রাত,
দেখি না কোন স্বপ্ন
বাঁধি না কোন কল্পনা,
এভাবেই চলে যায় সপ্তাহ, মাস, বছর;
বছরের পর বছর,
তবুও রোজই দেখি, নীল আকাশ
আর, গায়ে মাখি হিমেল বাতাস।।
বুঝতে না বুঝতেই, সে আসে
থাকে ঘেঁষে পাশাপাশি
মুখে মৃদু আলতো হাসি,
শোনায় গান
ছোঁয়ায় প্রাণ,
আমার পানে দিয়ে যায় ছুঁড়ে
অম্লান এক আহ্বান।।