মেয়েটি, “ভালোবাসি” কথাটি
বলতে খুব ভয় পায়।
শুণ্যে, আকাশের দিকে তাকায়
ঘুরে ঘুরে,
মেঘ নেই, রোদ নেই,
নেই এক্টুও বাতাস,
তবুও সে হয় না হতাশ।।

সে’তো জানেই…
“ভালোবাসি”
যাবে না বলা,
হবে না কখনো
তোর পাশে হেঁটে চলা।।